welcome to skitto forum
a place for all things skitto

স্কিটো সিমে ডাটার দাম বেশী কেন?

Arindamby: Arindam
December 1, 2019 6:05PM
Member

প্রথম যখন স্কিটো সিম কিনেছিলাম তখন ১ জিবি ডাটার দাম ছিল ৯ টাকা মেয়াদ ৩০দিন। তারপর দাম বেড়ে হলো ১৫ কিংবা ১৯ টাকা। তারপর বাড়তে বাড়তে এখন ৫৪ টাকা। যত দিন যাচ্ছে মানুষ ইন্টারনেট নির্ভর হচ্চে। এখন প্রতিটি অপারেটরে গ্রাহক সংখ্যা বাড়ছে। সেই অনুযায়ী স্কিটো সিমের গ্রাহের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে স্কিটো সিমের ডেটার দামও। আমরা জানি যে সরকার শুল্ক বাড়িয়েছে, বাড়িয়েছে সার চার্জ, কিন্তু তাই বলে স্কিটো সিম প্রতিনিয়ত যেভাবে দাম বাড়াছে তার কারনে সিমে ডেটা ইউজ করা কষ্ট সাধ্য হয়ে পড়ছে। আপনারা যদি ডেটার মূল্য কমান আপনাদের গ্রাহক সংখ্যা বাড়বে,  সেই সাথে বাড়বে আপনাদের মুনাফার পরিমাণ।
আরেকটা সমস্যা, ডেটা ট্রান্সফারের ডেইলি লিমিট করা একবারে ১০০ এমবি এবং মাসিক ১০০০ এমবি। এটা কোন ভাবে মানা যায়? ভাই, আমার এমবি আমার বন্ধুকে প্রয়োজনের সময় সব দিয়েও দিতে পারি। আপনারা লিমিট দিবেন কেন? মাঝে মাঝে স্কিটো সিমের ডেটা ডিটেইলস দেখায় না। এসমস্যাগুলোর সমাধান করুন ভাই। শর্টকোড সার্ভিস ডায়েল করলে দেখায় "Sorry unexpected error occurred. Please try again "
আশা করি অাবেদনগুলো মাথায় নিবেন।


  • Rahatby: Rahat

    Member

    আমিও সহমত তবে skitto app এর ডাটা অপশন থেকে ডাটা মিক্সার এ গিয়ে খুব সহজেই ডাটা এর পরিমান ও মেয়াদ সেট করে নিজের মনের মতো করে ডাটা প্যাক বানিয়ে নেয়া যায়।
  • Arindamby: Arindam

    Member

    Rahat said:
    আমিও সহমত তবে skitto app এর ডাটা অপশন থেকে ডাটা মিক্সার এ গিয়ে খুব সহজেই ডাটা এর পরিমান ও মেয়াদ সেট করে নিজের মনের মতো করে ডাটা প্যাক বানিয়ে নেয়া যায়।
    রিপ্লাই >
    ডেটা মিক্সার থেকে কেনা যায় কিন্তু রেগুলার ইন্টারনেটের দাম কিন্তু কমেনি। বরং বেড়েছে। ডেটা মিক্সার থেকে ২ জিবি ৩০ দিনের জন্য দাম মনে হয় ৪৮ টাকা যা আগে দেওয়া ৯ টাকার প্যাকেজের ৫ গুনেরও বেশী।
    ডেটা মূল্য একটা সহনীয় পর্যায়ে থাকা উচিৎ। বিভিন্ন ওয়েবে নিউজ দেখি যে আমাদের দেশের অপারেটররা নাকি খুব কম মুল্যে ব্যান্ডউইথ কিনে চড়াদামে বিক্রি করছে। নিউজের সত্যতা জানি না ভাই। কিন্তু খারাপ লাগে যখন পার্শ্ববর্তী দেশের কলরেট ডেটা প্যাকেজের মুল্য শুনি

  • Rahatby: Rahat

    Member

    Arindam said:

    ভাই আমি প্রথম থেকেই skitto সিম ব্যবহার করছি ,কিন্তু আমার জানামতে ৯ টাকায় ১ জিবি কখনোই ছিলোনা। তবে এই ধরণের কোনো অফার যদি দেয়া হয় তাহলে সত্যি এ দারুন হতো ! 

  • Arindamby: Arindam

    Member

    Rahat said:
    আপনি কবে থেকে ব্যবহার করছেন ভাই?  জানতে পারি কি ভাইয়া?  আমার যতটুকু মনে আছে তখন প্রথম স্কিটো চালু হলো টাকা রিচার্জ করতাম জি-পে দিয়ে। জি-পে তো টাকা রিচার্জ করতে হতো আবার ডাচবাংলা দিয়ে।