welcome to skitto forum
a place for all things skitto

পৃথিবীর পাশ ঘেঁষে চলে গেল বিরাট গ্রহাণু

Dark Queenby: Dark Queen
April 29, 2020 11:19PM
Member

ফাঁড়া থেকে বেঁচে গেল পৃথিবী। পাশ ঘেঁষে চলে গেল বিরাট এক গ্রহাণু। প্রায় দুই কিলোমিটার চওড়া গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়লে বিশাল ক্ষতি হতো। মারা পড়ত কোটি মানুষ। কিন্তু গতকাল ভোরে একবার পৃথিবীকে ‘হাই’ জানিয়ে চলে গেল গ্রহাণুটি।

পৃথিবী থেকে প্রায় ৩৯ লাখ মাইল দূর দিয়ে ছুটে যায় গ্রহাণুটি। তবে এর কোনো প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিল নাসার বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এটি পৃথিবীর সঙ্গে কোনোভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারত। কিন্তু সেরকম  কোনো কিছুই ঘটেনি।