welcome to skitto forum
a place for all things skitto

মুন্সীগঞ্জে ৭০ বছরের বৃদ্ধার করোনাভাইরাস জয়


শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম বলেন, “আত্মবিশ্বাসই মানুষকে অনেক কিছুই জয় করার সুযোগ সৃষ্টি করে।

“মরণব্যাধি করোনাকে জয় করার ঘটনাটি সবাইকেই বিশেষভাবে শক্তি যোগাচ্ছে। এটি অনুকরণীয় হতে পারে।”

করোনা জয় করা ওই নারী সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের ৭০ বয়সী বৃদ্ধা।

সরকারি হিসেবে দেশে প্রায় পাঁচ হাজার করোনাভাইরাস আক্রান্তের এবং মৃতের সংখ্যা ১৪০ জন দাঁড়ানোর দিনেও এ খবরে হাসপাতালের চিকিৎসকরা আনন্দিত হয়ে ওঠেন।

গত ৭ এপ্রিল প্রথম তার নমুনা সংগ্রহ করা হয়। ১০ এপ্রিল তার রিপোর্ট পজেটিভ আসে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান সন্ধ্যায় জানান, ঢাকায় না নিয়ে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়।

“তিনি চিকিৎসা নিয়ে সুস্থ মনে করেন। পরে তার নমুনা আবার পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে।

“নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় শেষে আবার নমুনা পাঠানো হয়। দ্বিতীয়বারও রিপোর্ট নেগেটিভ আসে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং আইইডিসিআর-র নিদের্শনা অনুযায়ী এ নারী এখন পুরোপুরি সুস্থ এবং করোনা মুক্ত বলে জানান তিনি।

তিনি জানান, পরবর্তীতে তার এক ছেলেরও করোনাভাইরাস শনাক্ত হয়। ওই ছেলে এ হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

তারও একটি রিপোর্ট নেগেটিভ এসেছে জানিয়ে তিনি বলেন, “আরেকটি নেগেটিভ আসলে তাকেও সুস্থ ঘোষণা করা হবে।”

এছাড়া ওই বৃদ্ধার পুত্রবধূরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি ভালো আছেন বললেন তিনি।