welcome to skitto forum
a place for all things skitto

কোভিড-১৯: চট্টগ্রামে দশ মাসের শিশু


ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ওই শিশুসহ চারজনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন চট্টগ্রামের, বাকি তিনজন বান্দরবান জেলার।

দশ মাসের শিশুটির বাবা-মা চন্দনাইশের জোয়ারা এলাকায় থাকেন।

বাকি তিনজনের মধ্যে বান্দরবানের লামা উপজেলার ৩২ বছর বয়সী এক নারী এবং থানছি উপজেলার ৩০-৩৫ বছর বয়সী দুই পুরুষ রয়েছেন।

ডা. হাসান শাহরিয়ার জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

তাদের মধ্যে ৪০ জন চট্টগ্রাম জেলার। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।