welcome to skitto forum
a place for all things skitto

কি অবদান রাখলেন?

RS Sohagby: RS Sohag
April 5, 2020 2:44PM
Member

চারিদিকে যেখানে এতো এতো সমস্যা। সবাই রয়েছে আতঙ্কে। নেই জীবনের নিশ্চয়তা।  না খেয়ে দিন পার করছে অনেকে।  সবাই সাহায্যের হাত বাড়িয়েছে। লোক ডাউন হয়ে ঘড়ে বসে সময় কাটাছে সবাই। সব অপারেটর তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেটের দাম কমিয়েছে। কিন্তু দুঃখের বিষয় ইস্কিটো তাদের গ্রাহকদের জন্য কোনো অবদান রাখলো না। দিলো না কোন অফার বা কমালো না ইন্টারনেটের দাম। ১০০ টাকা রির্চাজ করে পয়েন্ট নিয়ে কি.......  দে দিবো? ১০০ টাকা  রির্চাজ এ ৩০জিবি দেওয়া উচিত ছিল। কিন্তু তারা এই দুঃসময়েে ও ব্যবসা করছে। তাই তো সবাই এখন ইস্কিটো বাদ দিয়ে অন্য অপারেটর সিম দিয়ে নেট চালাই।         
  • Enramby: Enram

    Member

    RS Sohag said:
    চারিদিকে যেখানে এতো এতো সমস্যা। সবাই রয়েছে আতঙ্কে। নেই জীবনের নিশ্চয়তা।  না খেয়ে দিন পার করছে অনেকে।  সবাই সাহায্যের হাত বাড়িয়েছে। লোক ডাউন হয়ে ঘড়ে বসে সময় কাটাছে সবাই। সব অপারেটর তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেটের দাম কমিয়েছে। কিন্তু দুঃখের বিষয় ইস্কিটো তাদের গ্রাহকদের জন্য কোনো অবদান রাখলো না। দিলো না কোন অফার বা কমালো না ইন্টারনেটের দাম। ১০০ টাকা রির্চাজ করে পয়েন্ট নিয়ে কি.......  দে দিবো? ১০০ টাকা  রির্চাজ এ ৩০জিবি দেওয়া উচিত ছিল। কিন্তু তারা এই দুঃসময়েে ও ব্যবসা করছে। তাই তো সবাই এখন ইস্কিটো বাদ দিয়ে অন্য অপারেটর সিম দিয়ে নেট চালাই।