welcome to skitto forum
a place for all things skitto

করনা

Sobuj14by: Sobuj14
April 5, 2020 5:14AM
Member

????

ইতালিতে করোনা সনাক্ত হওয়ার পর ৪৫ তম দিনে মহামারী রুপ ধারণ করে। স্পেনে ৫০ তম দিনে আর যুক্তরাষ্ট্রে ৫৫ তম দিনে।


বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ তম দিন শেষ হলো আজ। যুক্তরাষ্ট্রে ২৩ তম দিনে রোগী ছিলো মাত্র ১১ জনের মত। সুতরাং "ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত" এমন মতাদর্শে বলীয়ান মহামানবেরা সাবধান। আমাদের  ৬১ জন সনাক্ত হয়েছে। এখনও সময় আছে আর একটু সতর্ক হওয়ার। নাহলে চরম মূল্য দিতে হতে পারে।

বুঝে নিন কেন সেনা বাহিনী কঠোর হচ্ছে,,,কেন ১ লাখ এর বেশি বেড বানানো হচ্ছে,,, কেন অস্থায়ী অনেক হাসপাতাল বানানো হচ্ছে,,,কোথায় গিয়ে ঠেকবে বাংলাদেশের পরিস্থিতি,,,সাবধান হোন দয়া করে। আমরা already থার্ড স্টেজে আছি। আমাদের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।জানিনা আমাদের কপালে কি আছে। কয়েকটা দিন ঘরে থাকলে আর সরকারি নির্দেশনা মেনে চললে আশাকরি আমরা বিপর্যয় অনেকটা কাটিয়ে উঠতে পারবো।

সর্বদা সৃষ্টিকর্তাকে স্বরন করুন ।


সচেতন হোন সুস্থ থাকুন

নিজে নিরাপদ থাকুন

অন্যকে নিরাপদ রাখুন।

#Stayhome

#Staysafe

Collected