welcome to skitto forum
a place for all things skitto

ভালবাসায় বিরক্তি

নাদিম.by: নাদিম.
April 3, 2020 4:10PM
Member

অমুক জায়গায় করোনা সন্দেহে একজন মারা গেছে। পুরো এলাকা বা কয়েকটা বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে- এমন খবর বেশ ঘনঘনই পাওয়া যাচ্ছে। 
কথা হলো, সেই সন্দেহের কি নিরসন হয়েছে? যদি মৃত ব্যক্তি করোনায় মারা না যান, তবে খামাখা লকডাউন করছেন কেন? আর যদি তিনি করোনাতেই মারা যান তাহলে ডেথ কাউন্টে আসছেন না কেন? 

অদ্ভুত এক অবস্থা! 

ভাই বিশ্বাস করেন, মৃত্যুর সংখ্যা বাড়লে কেউ আপনাদের দোষ দেবে না। পৃথিবীর প্রায় প্রতিটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে এক্ষেত্রে। এটা একটা ইউনিক কেস। এটা নিয়ে কেউ রাজনীতি করবে না। আল্লাহর ওয়াস্তে ফাতরামি বন্ধ করেন।

সংখ্যা নিয়ে ভাসা ভাসা তথ্যের কারণে অনেক শিক্ষিত মানুষও এখনো বিশ্বাস নিয়ে বসে আছে যে আমাদের দেশে হয়তো তেমন কিছু হবে না। তাই মসজিদ-মন্দিরে, ব্যাংকে, হাটে-বাজারে, পাড়ার চায়ের দোকানে এখনো মানুষ হরদম ভীড় করছে। 
আমাদের এত ঘনবসতির দেশে এত এত মিডিয়া থাকার পরও মানুষকে যদি সচেতনই করা না যায় এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। 

Please be panicked. It's good to be panicked now.