welcome to skitto forum
a place for all things skitto

শৈশব

নাদিম.by: নাদিম.
April 3, 2020 12:50PM
Member

ধান গাছের বড় হওয়া দেখতে দেখতে একদিন আমরা বড় হয়ে যাই। বড় হয়ে ধানগাছের বড় হওয়া দেখার সৌভাগ্য সবার হয় না। কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়ে পাতানো সম্পর্ক দীর্ঘতর হয়ে বুকের ভেতর হাহাকার সৃষ্টি করে। 

   মানুষের সাথে মানুষের সম্পর্ক রেললাইনের ব্রীজের মতো।পরিত্যাক্ত রেলসেতুর উপর আগাছা জন্মানোর ফলে যেমন রেলসেতুর কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়,অনেকদিন যোগাযোগ না থাকলে সম্পর্কও তেমন হালকা হয়। শৈশবের সেই অমূল্য পারিবারিক, সামাজিক সম্পর্কগুলার অবস্হাও আর সেদিনের মতো নেই???।বিভিন্ন মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক সেই সম্পর্ক টিকিয়ে রাখতে অক্ষম।আমি ধরে রাখতে পারি নি সেইসব মিষ্টি সম্পর্কের মর্যাদা ?।
   
   
    প্রিয়জনদের জানাজার নামাজে না থাকার আক্ষেপ  খুবই বেদনাদায়ক?। আপনারা আমাকে ক্ষমা করুন, আপনি আপনাদের অনেক বেশি ভালোবাসি।
    
    সোনালি সম্পর্কগুলো আজীবন টিকে থাকুক??।প্রিয়জনদের বিপদে প্রথম প্রেরণাদায়ী মুখ হতে চাই❤!

2006-2012 : A Golden period of life.