welcome to skitto forum
a place for all things skitto

করোনাঃ দুসংবাদ

নাদিম.by: নাদিম.
April 3, 2020 5:48AM
Member

করোনাঃ সুসংবাদ।

চীনের উহান শহরের একজন ভারতীয় বাসিন্দা উহানের বর্তমান করোনা পরিস্থিতি জানিয়ে ভারতের আক্রান্তদের পরামর্শ দেবার জন্য একটি অডিও রেকর্ড পাঠিয়েছেন। হিন্দি ভাষার ঐ অডিওর মর্ম এ রকম: উহানে এখনো অনেক করোনা আক্রান্ত রোগী আছে, কিন্তু এখন আর কেউ মারা যাচ্ছে না এবং ভাইরাসটিকে তেমন ভয় করছে না। কারণ তারা এর চিকিৎসা আয়ত্ত করে ফেলেছে। আক্রান্ত ব্যক্তি দিনে কমপক্ষে চারবার গরম পানি পান করবে, চারবার গরম পানির ভাপ নিবে, বেশী বেশী গরম দুধ ও গরম চা পান করবে। তিনি আরো বলেন, করোনা টেস্ট পজিটিভ হলে একাধারে চারদিন এই চিকিৎসা নিলে ৫ম দিনে নিগেটিভ আসবে। অর্থাৎ চার দিনের তাপে ভাইরাসটির মৃত্যু ঘটে। তার ভাষায়, ভারতীয় ভাইবোনেরা যেন ভীত না হয়ে নির্দ্বিধায় এই চিকিৎসা গ্রহণ করে।

(মুহাম্মাদ ফজলুর রহমান স্যারের ওয়াল থেকে
সাবেক শিক্ষক (আরবি বিভাগ)
ঢা,বি।)