welcome to skitto forum
a place for all things skitto

করোনা ইতালি বনাম বাংলাদেশ

নাদিম.by: নাদিম.
April 3, 2020 5:46AM
Member

ইতালিতে করোনা সনাক্ত হওয়ার পর ৪৫ তম দিনে মহামারী রুপ ধারণ করে। স্পেনে ৫০ তম দিনে আর যুক্তরাষ্ট্রে ৫৫ তম দিনে।

বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ তম দিন শেষ হলো আজ। যুক্তরাষ্ট্রে ২৩ তম দিনে রোগী ছিলো মাত্র ১১ জনের মত। সুতরাং "ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত" এমন মতাদর্শে বলীয়ান মহামানবেরা সাবধান। আমাদের 56 জন সনাক্ত হয়েছে। তাও টেস্টের ব্যাপক ঘাটতি। এখনও সময় আছে আর একটু সতর্ক হওয়ার। নাহলে চরম মূল্য দিতে হতে পারে।
বুঝে নিন কেন সেনা বাহিনী কঠোর হচ্ছে,,,কেন ১ লাখ এর বেশি বেড বানানো হচ্ছে,,,  কেন অস্থায়ী অনেক হাসপাতাল বানানো হচ্ছে,,,কোথায় গিয়ে ঠেকবে বাংলাদেশের পরিস্থিতি,,,সাবধান হোন দয়া করে। আমরা already   থার্ড স্টেজে আছি।  জানিনা কার কপালে কি লিখে রেখেছে আমাদের পরম করুনাময় আল্লাহ তালা। 
নামাজ পরুন আল্লাহকে ডাকুন। আল্লাহ অসীম দয়াশীল অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন  আমিন।

  • harunbadshaby: harunbadsha

    Member

    বাস্তব কথা গুলো বলেছেন।