welcome to skitto forum
a place for all things skitto

করোনাভাইরাস

Sajib1998by: Sajib1998
March 31, 2020 3:47AM
Member

এই ভাইরাস থেকে বাঁচতে ২ ঘন্টা পর পর সাবান হাত ধুয়ে ফেলুন।
  • Sajib1998by: Sajib1998

    Member

    ভাইয়েরা আমার,
    .
    আজ স্যাড মুড নিয়ে আপনাদের সামনে
    হাজির হয়েছি।বলার মত ভাষা নাই...
    যারা গুজব ছড়াবেন না ছড়াবেন না,
    বলে দাপাচ্ছে..তারাই কিন্তু আসল গুজব
    ছড়াচ্ছে।
    .
    কি পেলাম আমরা!! হাজার হাজার
    কিট নিয়ে এসে যদি পরিক্ষা না করা
    হয়, ডাক্তার রোগের ভয়ে পালিয়ে
    থাকে....আপনাদের টাকায় বেতন
    দিয়ে ডাক্তার রাখা হয়েছে,,
    দেশের করুন পরিস্থিতিতে দেশের
    মানুষকে রক্ষা করার জন্য। তাই, আর যদি
    একটা করোনা রোগি মরে, আর আমার
    ভাইদের চিকিৎসার অভাবে হত্যা
    করা হয়, তাহলে প্রত্যক ঘরে ঘরে হোম
    কোয়ারেন্টিন গড়ে তোল। খবরদার,
    সবার পরিক্ষা না করে, আন্দাজে
    ফলাফল দেওয়ার ধান্দায় থেকো
    না,সর্দিকাশি রোগীদের দাবাইয়ে
    রাখতে পারবে না।
    .
    আমরা পিপিই এর অভাবে মরবো,আমরা
    পরিক্ষার অভাবে মরবো।এখন থেকে,
    এই বাংলাদেশে সমস্ত রাস্তা-ঘাট,
    স্কুল কলেজ সব কিছু লক ডাউন করে
    দেওয়া হলো। প্রত্যক পাড়ায়,প্রত্যক
    মহল্লায় করোনা প্রতিরোধ ইউনিট
    গড়ে তোল।ইউনিট গুলো অসহায়
    মানুষদের যেন সাহায্য করে ও পাশে
    থাকে। আপনারা যারা সামর্থ্যবান
    আছেন তারা আমার এই ফান্ডে কিছু
    টাকা পৌঁছায়ে দেবেন। এই ফান্ড
    হতে করোনা রোগীদের সেবা
    দেওয়ার জন্য ব্যয় করা হবে।প্রবাসী
    ভাইয়েরা আপনারা হোম
    কোয়ায়েন্টিনে থাকুন, কেউ কিছু
    বলবে না।কিন্তু কোয়ান্টিন ভাঙ্গার
    চেষ্টা করোনা,সেনাবাহিনীকে
    দাবায়ে রাখতে পারবে না।
    .
    সরকারি চাকুরীজীবি ভাইয়েরা
    তোমরা মাস শেষে ব্যাংকে গিয়ে
    টাকা তুলে আনবে,এইজন্য ব্যাংক ২
    ঘন্টা খোলা থাকবে,এই সময়ের মধ্যে
    এক টাকাও অনলাইন চালান হতে
    পারবে না।....(হেই আওয়াজ)।
    .
    সময় ভালো না, করোনাভাইরাস
    ডুকেছে যেকোনো সময় আঘাত হানতে
    পারে।এরপরে আমি,,,,,
    আমি যদি হুকুম দেওয়ার নাও পারি
    তোমরা সবকিছু বন্ধ করে দেবে।
    তোমাদের কাছে যা কিছু আছে তাই
    দিয়ে করোনার মোকাবেলা করতে
    হবে।মনে রাখবা,, কীট যখন দিয়েছি
    কীট আরও দেবো, তবুও বাংলাদেশকে
    করোনামুক্ত করে ছাড়বো,
    ইনশাআল্লাহ।
    জয় করোনাভাইরাস মুক্ত বাংলা
  • Sajib1998by: Sajib1998

    Member

    wow