welcome to skitto forum
a place for all things skitto

কোভিড-১৯

Kazi Limonby: Kazi Limon
March 24, 2020 8:49AM
Member

##করোনা ভাইরাস থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার উপায়ঃ
(IEDCR এর নির্দেশনা অনুযায়ী)

#লক্ষণ সমূহঃ
১। ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে
২। বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর
৩। এছাড়া শুকনো কাশি/গলা ব্যথা হতে পারে
৪। শ্বাসকষ্ট/নিউমোনিয়া দেখা দিতে পারে 
৫। ডায়াবেটিস/উচ্চ রক্তচাপ/শ্বাসকষ্ট/হৃদরোগ/কিডনি সমস্যা ইত্যাদি থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হতে পারে

#প্রতিরোধে করণীয়ঃ
১। ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)
২। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
৩। ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন
৪। কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
৫। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন

#অসুস্থতায় করণীয়ঃ
১। অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন
২। মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন
৩। রোগীকে নাক-মুখ ঢাকার জন্য বলুন
৪। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্হ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে

  • Tanzimur Rahmanby: Tanzimur Rahman

    Member

    Keep the good work going