welcome to skitto forum
a place for all things skitto

বঙ্গবন্ধু

বিজয় বাংলাby: বিজয় বাংলা
March 13, 2020 4:56AM
Member

অসমাপ্ত আত্মজীবনী থেকে ধারাবাহিক আলোচনা - ৫
নোট - প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা
=====================================
❖ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন - তোফায়েল আহমেদ।

❖ জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতাসীন হন - ২৫ মার্চ ১৯৬৯ সালে।

❖ ১৯৭০ সালের নির্বচনে আওয়ামীলীগ – ১১ দফার ভিত্তিতে নির্বাচনী প্রচার কার্য চালায়।

❖ ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে - মেহেরপুর জেলায়।

❖ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপন বিচার সম্পন্ন হয় – পাকিস্তানের ফায়জালাবাদ (লায়ালপুর) জেলে।

❖ পাকিস্তান জেলে বঙ্গবন্ধুর বিচার কাজ শেষ হয়– ৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে।

❖ বাংলাদেশ স্বাধীন হলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয় – ৮ জানুয়ারি, ১৯৭২।

❖ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম – লন্ডনে যান।

❖ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পৌঁছান – ১০ জানুয়ারি।

❖ বঙ্গবন্ধু দেশে ফিরে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন – ১২ জানুয়ারি।

❖ ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে - ১২ মার্চ ১৯৭২।

❖ বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে – জুলিও কুরী পুরষ্কার প্রদান করে।

❖ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে স্বাক্ষর করেন – ১৪ ডিসেম্বর ১৯৭২।

❖ আওয়ামীলীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে আসন লাভ করে – ২৯৩ টি (৩০০টির মধ্যে)।

❖ ১৯৭৩ সালের ৬ সেন্টেম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বঙ্গবন্ধু – আলজেরিয়া যান।

❖ বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন – ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে।

❖ বঙ্গবন্ধু বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় দল গঠন করেন। এটির নাম ছিল – বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।

❖ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎবরণ করেন – ১৫ আগস্ট ১৯৭৫।

❖ আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে বঙ্গবন্ধু বিবৃতি দেন – ২৫ জুন, ১৯৬২।

❖ বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম পাল্টে বাংলাদেশ রাখেন – ৫ ডিসেম্বর ১৯৬৯।

❖ ১৯৭১ সালে বঙ্গবন্ধু সারা দেশে হরতাল ডাকেন – ৩ মার্চ তারিখে।

❖ ৭০ সালের নির্বাচনের প্রথম নির্বাচনী সভা হয়েছিল ঢাকার ধােলাইখালে।

❖ জেনারেল ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বঙ্গবন্ধুকে দেশদ্রোহী ঘোষণা করেন – ২৬ মার্চ ১৯৭১।

❖ ভারতে বঙ্গবন্ধুকে স্বাগত জানান – ভিভি গিরি, ইন্দিরা গান্ধী।

❖ বাংলাদেশ সরকারের পক্ষ হতে বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছিল – ২৭ ডিসেম্বণ ১৯৭১।

❖ বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করে – নিউজ উইক পত্রিকা।

❖ বঙ্গবন্ধুর জাদুঘর অবস্থিত – ধানমন্ডি ৩২ নম্বরে।

❖ বঙ্গবন্ধু হত্যার দিন বাংলা তারিখ ছিল – ২৯ শ্রাবণ ১৩৮২।

❖ মুজিব ব্যাটারি – বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ।

❖ Unfinisheed Memories এর লেখক – বঙ্গবন্ধু।

❖ বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন – ২৪ ফেব্রুয়ারি '৭৫।

❖ বঙ্গবন্ধু বাকশালে – চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

❖ বঙ্গবন্ধু হত্যার রায় – ৭৬ পৃষ্ঠা ছিল।

❖ বঙ্গবন্ধু হত্যার রায় ঘোষণা করেন – বিচারপতি কাজী গোলাম রসুল।

❖ ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল – ২৬ শে সেপ্টেম্বর '৭৫।

❖ ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় – ১৯৯৬ সালে।

তথ্যসূত্র - প্রিসেপ্টর্স টেক্সট বুক রিভিউ (১০৪৬ পৃষ্ঠা)
[তথ্যগুলো কষ্ট করে টাইপ করেছি। কপি করে নিজ নামে চালিয়ে দেবেন না। এতে পরবর্তী পোস্টের উৎসাহ কমে যায়। সব পার্ট দেয়া শেষ হলে একত্রে পিডিএফ আকারে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।]

  • MR manikby: MR manik

    Member

    ?