ফালতু একটা সিম কোম্পানি। অফার দিবে কম টাকায় বেশি এতে সুবিধা হচ্ছে কাস্টমার ধরা! অর্ধেক এমবি এবং মিনিটও শেষ করতে পারে না কাস্টমাররা। তাছাড়া রিনিউ করবে তারও কোন সুযোগ দেয় না। যার ফলে অতিরিক্ত মিনিট এবং ডাটা অন্য জায়গায় বিক্রি করে আমাদেরকে নতুন করে আর একটা প্যাকেজ কিনতে হয়।
খুবই বাজে একটা ম্যানেজম্যান্ট।
Member
স্কিটো অনেক পয়েন্ট দিয়েছে কিন্তু ১০ জিবি চাইলে সম্ভব হয় না একবারে ফালতু হিসাব তবে হ্যাঁ যদি ১০ জিবি কেনা যায় তো এই পয়েন্ট শেয়ার করে বা পয়েন্ট দিয়ে তাহলে একটা ভালো হত।
Member
একটি তো অ্যাপের মাধ্যমে মাসিক অফার গ্রহণ করার পর ডাটা এক্সপায়ার হওয়ার পরে টাকা রিচার্জ করলে আনলিমিটেড টাকা কেটে নেয়,এটা একটা খুবই খারাপ বিষয় যাহা নতুন কোন মাসিক অফার গ্রহন করার আগ পর্যন্ত তারা আনলিমিটেট টাকা কাটতে থাকে ওয়ান টু ওয়ান এ কল দিয়ে সার্ভিস চাইলে তারা বলে দুঃখিত আমাদের কিছুই করার নাই।
Member
এমবি অথবা মিনিট রিনিউ করা উচিত যেহেতু টাকা খরচ করে কিনতেছি