আমার Skitto App থেকে VOLTE অপশনটি খুঁজে পাচ্ছি না, যেটি আগে সেটিংস এর নিচে ছিল। আজ অনেকদিন পরে স্কিটো SIM ফোনে ঢুকিয়েছি ব্যবহার করব বলে, কিন্তু আগের মত সেটিংস এর নিচে VOLTE অপশনটি আর দেখতে পাচ্ছি না। আমার ফোনে একাধিক সিম ব্যবহারের সুবিধা আছে এবং দ্বিতীয় SIM স্লট টিতে VOLTE কাজ করছে অন্য অপারেটর SIM এ, তবে Skitto SIM আমি যে স্লটেই দেই না কেন সেখানে কোনোভাবেই VOLTE অপশনটি চালু করা যাচ্ছে না। APP এও অপশনটি নেই। তবে আমার ফোনে VOLTE কাজ করবে এমন সমস্ত অপশন ঠিকঠাক চালু করা আছে।
এর কোন সলিউশন আছে কি!?
এখন কি SKitto থেকে আর VOLTE ব্যবহার করা যাচ্ছে না?!
কেউ জানাতে পারলে উপকার হয়।
Member
এটা একটা ফালতু sim,,,
না আছে ভালো কোনো অফার,,,
না আছে ভালো কোনো সুবিধা।।
কিনে ভূল করেছি।।
Member
Member