welcome to skitto forum
a place for all things skitto

আমার Skitto App থেকে VOLTE অপশনটি খুজে পাচ্ছি না!

up vote 1
diesel.c115by: diesel.c115
July 2, 2024 8:12AM
Member

আমার Skitto  App থেকে VOLTE অপশনটি খুঁজে পাচ্ছি না, যেটি আগে সেটিংস এর নিচে ছিল।
আজ অনেকদিন পরে স্কিটো SIM ফোনে ঢুকিয়েছি ব্যবহার করব বলে, কিন্তু আগের মত সেটিংস এর নিচে VOLTE অপশনটি আর দেখতে পাচ্ছি না। আমার ফোনে একাধিক সিম ব্যবহারের সুবিধা আছে এবং দ্বিতীয় SIM স্লট টিতে VOLTE কাজ করছে অন্য অপারেটর SIM এ, তবে Skitto SIM আমি যে স্লটেই দেই না কেন সেখানে কোনোভাবেই VOLTE অপশনটি চালু করা যাচ্ছে না। APP এও অপশনটি নেই। তবে আমার ফোনে VOLTE কাজ করবে এমন সমস্ত অপশন ঠিকঠাক চালু করা আছে।
এর কোন সলিউশন আছে কি!?
এখন কি SKitto থেকে আর VOLTE ব্যবহার করা যাচ্ছে না?!
কেউ জানাতে পারলে উপকার হয়।