Skitto প্রথমে বেশ ভালো ছিল। এরপর সহনশীল, এখন লাগামহীন। ফালতু ডাটা প্যাকেজ আর নেট স্পিডের জন্য MNP(নাম্বার ঠিক রেখে অপারেটর চেঞ্জ) করতে চেয়েছিলাম কিন্তু ৩বার ট্রাই করার পরেও ফেইল্ড! তারা বলে আমার সিম নাকি এক্টিভ না। অথচ প্রতিদিন একাধিক কল+মাসে ৪০০/৫০০ রিচার্জ হয়।