কি থেকে কি হচ্ছে কোন কিছুই বোঝা যাচ্ছে না, হঠাৎ করে এত আকাশচুম্বী দাম হয়ে যাবে ইন্টারনেটের সেটা বুঝতেই পারলাম না। এটা মেনে নিলাম যে বর্তমানে জিনিসের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই বলে ইন্টারনেটের জন্য সেই যেই সিম তৈরি করা হয়েছে সেই সিমের মধ্যেতো অন্যান্য সিম কোম্পানির চাইতে ইন্টারনেটের প্রাইস কম রাখা উচিত ছিল, কিন্তু গ্রামীণফোন কোম্পানি কথা রাখতে পারল না।
আফসোস!!
আমাদের বাংলাদেশে যখন কোন কিছুর মূল্য বৃদ্ধি পেতে থাকে তখন সেটা আর কখনো কমার চিন্তা করে না প্রত্যেকটা জায়গার মধ্যে সিন্ডিকেট প্রথা চালু হয়ে গেছে। এখন সামান্য একটু সিম কোম্পানিও কাউকে ছাড় দিয়ে কিছু করেনা।
আরেকটা ব্যাপার যেটা খেয়াল করলাম, সব হচ্ছে অস্বাভাবিক রকম দামি বড় বড় ইন্টারনেট প্যাকেজ; ছোট ছোট কোন ইন্টারনেট প্যাকেজ নাই আর ছোট যেগুলো আছে সেগুলোর মূল্য অনেক বেশি সাত দিনের জন্য মানুষ এত দাম দিয়ে কখনো ইন্টারনেট প্যাকেজ ক্রয় করবে না।
ডাটা মিক্সচার অপশন এর মধ্যে মিনিটের একটা অপশন রাখার জন্য অনেক অনেক পোস্ট করা হয়েছে অনেকেই আমার সঙ্গে সহমত পোষণ করেছিল কিন্তু স্কিটো কোম্পানির এডমিট প্যানেল থেকে এখন পর্যন্ত কারো পোষ্টের কোন রিপ্লাই দেওয়া হয় নাই।
আমি বুঝিনা তারা কোন ধরনের এডমিন প্যানেল টাকা দিয়ে পুষে রাখছে!!
আমরা যারা সেবা গ্রাহক আমাদের টাকায় তাদের কোম্পানি চলে এখন গ্রাহকদের সঙ্গে যদি তারা সঠিক ব্যবহার না করতে পারে তাহলে তো ঐরকম কোম্পানি বয়কট করা উচিত!!