welcome to skitto forum
a place for all things skitto

SIM Card Issue

tags: Other
up vote
Sadia Ishratby: Sadia Ishrat
June 22, 2024 4:42PM
Member

আমি আজকে নতুন স্কিটো সিম কিনেছি কিন্তু কেনার পর থেকে অন্য দেশের অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসতেছে। এক্ষেত্রে কি করা উচিত?
Tagged:
  • S.M_Rakibby: S.M_Rakib

    Member

    আমি আজকে নতুন স্কিটো সিম কিনেছি কিন্তু কেনার পর থেকে অন্য দেশের অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসতেছে। এক্ষেত্রে কি করা উচিত?


    নতুন সিম কেনার পরে অপরিচিত নম্বর থেকে বারবার কল আসা বেশ বিরক্তিকর, বিশেষ করে যদি সেগুলো বিদেশী নম্বর থেকে আসে। এই সমস্যা সমাধানের জন্য আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন:

    প্রথমত, আপনি আপনার সিম অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে কলগুলোর উৎস ট্র্যাক করতে এবং সেগুলো ব্লক করতে সাহায্য করতে পারে। অনেক অপারেটরেরই স্প্যাম কল ব্লক করার জন্য নির্দিষ্ট পরিষেবা থাকে। 

    দ্বিতীয়ত, আপনি একটি স্প্যাম কল ব্লকিং ফিল্টার ব্যবহার করতে পারেন। বর্তমানের ম্যাক্সিমাম স্মার্টফোনের মধ্যে এই ফিচার সংযোজন করা আছে যা আপনাকে অবাঞ্ছিত কল চিহ্নিত করতে এবং ব্লক করতে সাহায্য করতে পারে। আপনি আপনার মোবাইলের এই ফিচার অন করে রাখেন দেখবেন আর কোন সমস্যা হচ্ছে না।

    তৃতীয়ত, আপনি আপনার নম্বরটি গোপন রাখতে পারেন। এটি করার জন্য, আপনাকে আপনার অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার নম্বরটি গোপন করার অনুরোধ করতে হবে। [এক্ষেত্রে বলতে পারছিনা যে কাস্টমার সার্ভিস আপনাকে এই সুবিধা প্রদান করবে নাকি আবার চার্জ করতে পারে নাকি!! তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন]


    আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাকে সাহায্য করবে। 😊
    up vote