প্রিয় স্কিটো টিম,
আমি দীর্ঘদিন ধরে একজন স্কিটো গ্রাহক এবং আপনাদের সিম ও অ্যাপটি বেশ ব্যবহার করি। আগে আমার অ্যাপে নিয়মিতই "সিক্রেট ডিল" আসত, এবং গত মাসেও আমি একটি দারুন অফার পুরো মাস ধরে উপভোগ করেছি। কিন্তু হঠাৎ করেই গত ১/২ সপ্তাহ ধরে আর কোন সিক্রেট ডিল পাচ্ছি না।
আমি নিয়মিতই অ্যাপটি ব্যবহার করি এবং রিচার্জও করি। তাই আমার এই অফারগুলো না পাওয়ায় বেশ হতাশ।
আমার প্রশ্ন:
✓ আমার সিক্রেট ডিল আবার কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা?
✓ সিক্রেট ডিল পাওয়ার জন্য কি কোন নির্দিষ্ট শর্ত আছে যা আমি পূরণ করছি না?
✓ এই সমস্যা সমাধানের জন্য আমি আর কি করতে পারি?
অনুরোধ:
আপনাদের অনুরোধ, এই বিষয়ে দ্রুত তদন্ত করে আমাকে স্পষ্ট জবাব দিন। যদি আমার কোন অ্যাকাউন্ট সমস্যা থাকে বা আমি কিছু শর্ত পূরণ করছি না, তাহলেও দয়া করে আমাকে জানান।
আশা করি, দ্রুতই আমার সমস্যার সমাধান হবে।
ধন্যবাদ
Member
Same🥴Faltu Sim
Member
আসলে ভাই ফালতু সিম বলতে পারছি না। কারণ আমি মোটামুটি ভালই উপকৃত হয়েছি স্কিটো সিম ব্যবহার করে। কারণ অন্যান্য সিমের তুলনায় কিছুটা হলেও কম দামে পাওয়া যায় যদিও বাজেটের পরে অনেক রকমের ঝামেলা হচ্ছে।
Member