welcome to skitto forum
a place for all things skitto

স্কিটো সিমে সিক্রেট ডিল পাচ্ছি না! (সাহায্য চাই)

up vote 2
S.M_Rakibby: S.M_Rakib
June 13, 2024 2:39AM
Member

প্রিয় স্কিটো টিম,

আমি দীর্ঘদিন ধরে একজন স্কিটো গ্রাহক এবং আপনাদের সিম ও অ্যাপটি বেশ ব্যবহার করি। আগে আমার অ্যাপে নিয়মিতই "সিক্রেট ডিল" আসত, এবং গত মাসেও আমি একটি দারুন অফার পুরো মাস ধরে উপভোগ করেছি। কিন্তু হঠাৎ করেই গত ১/২ সপ্তাহ ধরে আর কোন সিক্রেট ডিল পাচ্ছি না। 

আমি নিয়মিতই অ্যাপটি ব্যবহার করি এবং রিচার্জও করি। তাই আমার এই অফারগুলো না পাওয়ায় বেশ হতাশ। 

আমার প্রশ্ন:
✓ আমার সিক্রেট ডিল আবার কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা?
✓ সিক্রেট ডিল পাওয়ার জন্য কি কোন নির্দিষ্ট শর্ত আছে যা আমি পূরণ করছি না?
✓ এই সমস্যা সমাধানের জন্য আমি আর কি করতে পারি?

অনুরোধ:
আপনাদের অনুরোধ, এই বিষয়ে দ্রুত তদন্ত করে আমাকে স্পষ্ট জবাব দিন। যদি আমার কোন অ্যাকাউন্ট সমস্যা থাকে বা আমি কিছু শর্ত পূরণ করছি না, তাহলেও দয়া করে আমাকে জানান। 

আশা করি, দ্রুতই আমার সমস্যার সমাধান হবে।

ধন্যবাদ

  • BP Emon Hasanby: BP Emon Hasan

    Member

    smrakib said:
    প্রিয় স্কিটো টিম,

    আমি দীর্ঘদিন ধরে একজন স্কিটো গ্রাহক এবং আপনাদের সিম ও অ্যাপটি বেশ ব্যবহার করি। আগে আমার অ্যাপে নিয়মিতই "সিক্রেট ডিল" আসত, এবং গত মাসেও আমি একটি দারুন অফার পুরো মাস ধরে উপভোগ করেছি। কিন্তু হঠাৎ করেই গত ১/২ সপ্তাহ ধরে আর কোন সিক্রেট ডিল পাচ্ছি না। 

    আমি নিয়মিতই অ্যাপটি ব্যবহার করি এবং রিচার্জও করি। তাই আমার এই অফারগুলো না পাওয়ায় বেশ হতাশ। 

    আমার প্রশ্ন:
    ✓ আমার সিক্রেট ডিল আবার কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা?
    ✓ সিক্রেট ডিল পাওয়ার জন্য কি কোন নির্দিষ্ট শর্ত আছে যা আমি পূরণ করছি না?
    ✓ এই সমস্যা সমাধানের জন্য আমি আর কি করতে পারি?

    অনুরোধ:
    আপনাদের অনুরোধ, এই বিষয়ে দ্রুত তদন্ত করে আমাকে স্পষ্ট জবাব দিন। যদি আমার কোন অ্যাকাউন্ট সমস্যা থাকে বা আমি কিছু শর্ত পূরণ করছি না, তাহলেও দয়া করে আমাকে জানান। 

    আশা করি, দ্রুতই আমার সমস্যার সমাধান হবে।

    ধন্যবাদ
    Same🥴Faltu Sim
    up vote 1
  • S.M_Rakibby: S.M_Rakib

    Member

    Same🥴Faltu Sim

    আসলে ভাই ফালতু সিম বলতে পারছি না। কারণ আমি মোটামুটি ভালই উপকৃত হয়েছি স্কিটো সিম ব্যবহার করে। কারণ অন্যান্য সিমের তুলনায় কিছুটা হলেও কম দামে পাওয়া যায় যদিও বাজেটের পরে অনেক রকমের ঝামেলা হচ্ছে। 
    তবে সবচাইতে বেশি সমস্যার শিকার হচ্ছি নতুন বাজেটের পরে ইন্টারনেটের প্রাইস অনেক বেশি বেড়ে গেছে এটা কমার কথা ছিল, সেই সাথে সাথে বিভিন্ন রকমের যেই ডিল গুলো ছিল ওগুলো অনেক দাম বেড়ে গেছে এবং ডিউরেশন কমে গেছে। 

    তবে গ্রামীণফোন কোম্পানির উচিত ডাটা মিক্সার এর মধ্যে মিনিট একসঙ্গে মিক্সিং করার একটা ব্যবস্থা ইনক্লুড করা এতে করে আমার মত ইউজার যারা যাদের মিনিট এবং ইন্টারনেট দুটোই একসঙ্গে প্রয়োজন পড়ে তারা অনেক উপকৃত হবে। আমি এখন এই জিনিসটার জন্য অনেক বিপদের মধ্যে আছি। 

    আর বর্তমানে যে সকল অফার গুলো চালু আছে এগুলো এত এত দাম যা বলার বাইরে এগুলোর দাম আরো কমিয়ে ফেলা উচিত। 
    যদি ২৫% ইন্টারনেট প্যাকেজ এর দাম কমানো যায় তাহলে ইউজাররা ব্যবহার করে শান্তি পাবে।
    up vote
  • mdnaim1552@gmail.comby: mdnaim1552@gmail.com

    Member

    smrakib said:
    প্রিয় স্কিটো টিম,

    আমি দীর্ঘদিন ধরে একজন স্কিটো গ্রাহক এবং আপনাদের সিম ও অ্যাপটি বেশ ব্যবহার করি। আগে আমার অ্যাপে নিয়মিতই "সিক্রেট ডিল" আসত, এবং গত মাসেও আমি একটি দারুন অফার পুরো মাস ধরে উপভোগ করেছি। কিন্তু হঠাৎ করেই গত ১/২ সপ্তাহ ধরে আর কোন সিক্রেট ডিল পাচ্ছি না। 

    আমি নিয়মিতই অ্যাপটি ব্যবহার করি এবং রিচার্জও করি। তাই আমার এই অফারগুলো না পাওয়ায় বেশ হতাশ। 

    আমার প্রশ্ন:
    ✓ আমার সিক্রেট ডিল আবার কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা?
    ✓ সিক্রেট ডিল পাওয়ার জন্য কি কোন নির্দিষ্ট শর্ত আছে যা আমি পূরণ করছি না?
    ✓ এই সমস্যা সমাধানের জন্য আমি আর কি করতে পারি?

    অনুরোধ:
    আপনাদের অনুরোধ, এই বিষয়ে দ্রুত তদন্ত করে আমাকে স্পষ্ট জবাব দিন। যদি আমার কোন অ্যাকাউন্ট সমস্যা থাকে বা আমি কিছু শর্ত পূরণ করছি না, তাহলেও দয়া করে আমাকে জানান। 

    আশা করি, দ্রুতই আমার সমস্যার সমাধান হবে।

    ধন্যবাদ

    up vote