আগে একটা পোস্ট করছিলাম ডাটা মিক্সারে এমবির মেয়াদ বাড়ানো যায় কিনা জানতে। কেউই জানাতে পারেন নি,তাই নিজেই প্যাক কিনে দেখে নিলাম,মেয়াদ বাড়ানো যায় না। নতুন সিম কেনার সময় অনেক অফারে লোভ দেখাইয়া সিম কিনাইছে এখন দেখি বাপরে ও ছাড়াইয়া গেছে,আই মিন গ্রামীনরে।কারণ গ্রামীনে অন্তত ছোট কিছু প্যাক আছে,মাঝে মাঝে ইনডিভিজুয়াল অফার ও দেয়,এরা তো কিছুই দেয় না মূলা ছাড়া।ধন্যবাদ স্কিটোকে এভাবে চুতিয়া বানানোর জন্য।