welcome to skitto forum
a place for all things skitto

i cannot upload profile picture

D M Shantoby: D M Shanto
November 1, 2023 6:47PM
Member

অ্যাপ থেকে প্রোফাইল পিকচার ছবি সেট করার জন্য ফাইল ব্রাউজার ওপেন হচ্ছে না। বলে ফাইল ব্রাউজার পারমিশন নাই। 
আমার কথা হচ্ছে ফাইল এর পারমিন না চাইলে আমি একসেস দিবো কিভাবে? 🥴🥴🥴🥴🥴🥴🥴
অ্যাপ এর প্রচুর মেইনটেইনেন্স দরকার। 
রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা গেলো যে:
১)SSL Transmission  এ যেই data transmission হচ্ছে client-server এর মাঝে তাতে proper encryption  নাই। ফলে অ্যাপ এর মধ্যে থেকে online recharge রিচার্জ করতে গেলে ক্লায়েন্ট সার্ভারের মাঝে কোন কুতুব চাইলেই আমার কার্ড/ অন্যান্য গোপন পিন / OTP নিয়া যাইতে পারে।
২) অপ্রয়োজনীয় লোকেশন ট্র‍্যাকিং দিয়ে রেখেছে।
৩) অ্যাপ ইউজারের পারমিশন ছাড়া এসএমএস পড়তে পারে ( ইউজার প্রাইভেসি ভায়লেশন)  
৪) VoLTE চালু করার পর ও অ্যাপ এর VoLTE অপশন এ ঢুকলে বলে VoLTE Not enabled 
আশা করি ডেভ টিম আমার খুদ্র বার্তায় রাগ হইবে না
🥴🥴🥴