অ্যাপ থেকে প্রোফাইল পিকচার ছবি সেট করার জন্য ফাইল ব্রাউজার ওপেন হচ্ছে না। বলে ফাইল ব্রাউজার পারমিশন নাই।
আমার কথা হচ্ছে ফাইল এর পারমিন না চাইলে আমি একসেস দিবো কিভাবে? 🥴🥴🥴🥴🥴🥴🥴
অ্যাপ এর প্রচুর মেইনটেইনেন্স দরকার।
রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা গেলো যে:
১)SSL Transmission এ যেই data transmission হচ্ছে client-server এর মাঝে তাতে proper encryption নাই। ফলে অ্যাপ এর মধ্যে থেকে online recharge রিচার্জ করতে গেলে ক্লায়েন্ট সার্ভারের মাঝে কোন কুতুব চাইলেই আমার কার্ড/ অন্যান্য গোপন পিন / OTP নিয়া যাইতে পারে।
২) অপ্রয়োজনীয় লোকেশন ট্র্যাকিং দিয়ে রেখেছে।
৩) অ্যাপ ইউজারের পারমিশন ছাড়া এসএমএস পড়তে পারে ( ইউজার প্রাইভেসি ভায়লেশন)
৪) VoLTE চালু করার পর ও অ্যাপ এর VoLTE অপশন এ ঢুকলে বলে VoLTE Not enabled
আশা করি ডেভ টিম আমার খুদ্র বার্তায় রাগ হইবে না
🥴🥴🥴