সতর্ক মূলক পোষ্ট,

কিছুদিন আগে ইন্ডিয়ার এক মেয়ে পোস্ট দিয়ে বলেছিল সে Whisper Brand এর স্যানিটারি ন্যাপকিনে পোকা পেয়েছে!'
আজকে বাংলাদেশেরই এক আপু তাঁর একদম নতুন স্যানিটারি ন্যাপকিনের ভিতর এই ছোট পোকাটি পেয়েছে!'আরো ভয়ানক ব্যাপার হচ্ছে পোকাটি জীবিত! আপুটা যদি খেয়াল না করেই প্যাডটা পরে ফেলতো তাহলে পোকাটি তার ইউটেরাসে ঢুকে অনেক বড় সমস্যা করে ফেলতো,এমনকি Excessive Bleeding হয়ে মা!রাও যেতে পারতো!'
এর আগেও এমন কেইস দেখেছি!'
আর এসব পোকা খেয়াল না করলে দেখা যায় না,আর আমি জানি প্রত্যেকটা প্যাড এমন পুংখানুপুংখ ভাবে কেউ চেকও করে না!'
তাও আপুরা সেইফটির জন্য প্যাড ব্যবহার করার আগে ইকটু দেখে নিবেন!'অন্তত চোখ বুলিয়ে নিয়েন একবার!'অন্ধের মত পরে ফেলবেন না!'
আর এই স্যানিটারি ন্যাপকিনটিও Whisper Brand এর ই!'যেহেতু ব্যাক টু ব্যাক ইন্ডিয়া,বাংলাদেশ এই ব্র্যান্ডের প্যাডেই এসব পাওয়া যাচ্ছে,তাই পারলে Whisper Brand টাই বাদ দিয়ে দেন!'
পোষ্টটি সানথিয়ার টাইমলাইন থেকে সচেতনতার জন্য শেয়ার করলাম : সবাই সাবধানতা অবলম্বন করবেন!'
© Collected