welcome to skitto forum
a place for all things skitto

যে মেয়ে নামাজই পড়তো না!

asoyaibby: asoyaib
April 6, 2023 10:58PM
Member


যে মেয়ে নামাজই পড়তো না!
সেই মেয়ে আজ তাহাজ্জুদে বসে অঝোরে কাঁধে।
যে ছেলে আগে জুমার নামাজটাও পড়তো না!
সেই ছেলে আজ পাঁচ ওয়াক্ত নামাজি।
সরাসরি রবের পক্ষ থেকে হেদায়েত বোধহয়!
এভাবেই আসে।
যে ছেলে আগে গার্লফ্রেন্ড নামক খবিশের সাথে,
সময় নষ্ট করায় মেতে থাকতো!
সেই ছেলে আজ রবের সাথে সম্পর্ক মজবুত করায় ব্যাস্ত।
যে মেয়েটির আগে বয়ফ্রেন্ড ছিল, সেই মেয়েটিও আজ! নন মাহরাম পুরুষ মেইনটেইন করে চলাফেরা করে।
যে ছেলেটি আগে মেয়ে দেখে বলতো ক্রাশ খায়েছি!
সেই ছেলেটি আজ মেয়েদের দিকে ফিরেও তাকায় না।
সরাসরি রবের পক্ষ থেকে হেদায়েত বোধহয়!
এভাবেই আসে।
আগে যেই মেয়ে মাথায় সামান্য কাপড়ও দিত না!
আজ সেই মেয়ে নিজেকে আবৃত করে নিয়েছে, অসাধারণ শোভনীয় পর্দায়।
হেদায়েত হল হৃদয়ের বসন্ত।
যখন কারো হৃদয়ে এটি প্রবেশ করে!
সে রবের প্রিয় হবার জন্য তখন সবকিছু ছাড়তে পারে