মানুষ হয় দুটি জিনিসের সমষ্টিতে।
একঃশরীর বা দেহ।
দুইঃআত্মা বা মন।
-
শরীরের জন্য পোষাক লাগে,খাদ্যের প্রয়োজন পড়ে।।
কিন্তু অন্তরের জন্য এগুলো লাগে না।
তাহলে কি অন্তরটা দেহের আওতাধীন?
না,মোটেও নয়।কারন দেহের আওতাধীন হলে মরে যাবার পর দেহের সাথে অন্তর বা আত্মাকেও মাটি খেয়ে ফেলতো।
হায় হায়,,যদি এমন হতো তাহলে অন্ততপক্ষে আমি গুনাহগার রেহাই পেয়ে যেতাম।
না এমন হবে না।হবার কথাও নয়।আত্মা এবং দেহ দুটি ভিন্ন জিনিস ।
রুহ বা আত্মা এটা স্থানান্তরিত হয়।আর স্থানান্তরিত যখন হয়তখন নিশ্চয় ইহা কারোর নিয়ন্ত্রাধীন রয়েছে।কারন মানুষের আত্মা যখন বের হয়ে যায় তখন দেহটি আর নড়া চড়া করে না।আমরা এমন দেহকে মরা বলি।অর্থাৎ মরা মানুষ।তাহলে দেহ থেকে রুহ বা আত্মা বের হয়ে যাওয়ায় মানুষ মরা হয়ে যায় ,তখন এই রুহটি যায় কোথায়?
আর আত্মার নিয়ন্ত্রণইবা করে কে?
নিশ্চয় একজন আছেন?
তাহলে উনি কে?