VoLTE কি? VoLTE ব্যবহারের জন্য কি ইন্টারনেট চার্জ প্রয়োজন? কীভাবে আপনার ফোনে VoLTE এক্টিভ করবেন? ?
আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন যে, 4G নেটওয়ার্ক ব্যবহার করার সময়, যখন কোনো কল আসে বা আপনি কোন কল দেন তখন মোবাইল ডাটা H+ এ শিফট হয়ে যায়?
এর কারণ হচ্ছে, বাংলদেশে যে 4G নেটওয়ার্ক আছে সেটা শুধু ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য, ভয়েস কল এর জন্য না। তাই কল দেয়ার সময় নেটওয়ার্ক 2G অথবা 3G হয়ে যায়। কিন্তু VoLTE (Voice Over LTE) এর ক্ষেত্রে আপনি কল করার সময় 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা:
১. VoLTE ব্যবহার করে ন্যাটিভলি ভিডিও কল করতে পারবেন যেমন মটা আমরা Skype বা Facebook Messenger ব্যবহার করে করে থাকি। তাছাড়া VoLTE এর মতোই Skype এবং Whatsapp এর মতো অ্যাপসগুলো ভিডিও/অডিও কল করার সময় বেশি ডাটা ব্যবহার করে।
২. খুব তাড়াতাড়ি কল যাবে অর্থাৎ কল করার সময় যে কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, সেটা লাগবে না।
৩. ভয়েস কল বা ভিডিও কল উভয় ক্ষেত্রেই ক্লিয়ার HD কোয়ালিটি পাওয়া যাবে।
৪. যারা সবসময়ের জন্য Automatic 4G মোডে স্মার্টফোন ব্যবহার করেন, VoLTE চালু হওয়ার পরে তারা তাদের ফোনে কিছুটা বেটার ব্যাটারি লাইফ পেতে পারেন।
৫. নেটওয়ার্কের ইম্প্রুভড কভারেজ ও কানেক্টিভিটি বৃদ্ধি পাবে। আর হ্যাঁ, VoLTE ব্যবহারের জন্য কোনো ইন্টারনেট চার্জ প্রয়োজন নেই।
?যেভাবে আপনার ফোনে VoLTE এক্টিভ করবেন?
১. আপনার ফোন ৪জি হতে হবে।
২. আপনার ফোন VoLTE সাপোর্টেট হতে হবে।
৩. আপনার skitto সিমটি ফোনের সিম স্লট ১ এ রাখতে হবে।
৪. আপনার ফোন 2G, 3G, 4G নেটওয়ার্ক মোড অটো কানেক্টেড থাকতে হবে।(নেটওয়ার্ক সেটিং এ গিয়ে করতে হবে)
৪. নেট অন করে skitto অ্যাপে যান।
৬. উপরে বাম পাশে ৩ডট এ ক্লিক করুন।
৭. তারপর সেটিংস এ যান।
৮. VoLTE এ ক্লিক করুন।
৯. এক্টিভ VoLTE এ ক্লিক করুন।
১০. এক্টিভ দেখালে ১ মিনিট পরে আপনার ফোন রিস্টার্ট করুন।
ইনশাআল্লাহ VoLTE চালু হয়ে যাবে ?
To Activate VoLTE in your phone with Grameenphone sim Dial *121*1133*1#
To Disable VoLTE Carrier Check Dial *#*#86583#*#*
To Show LTE or HD icon
তোমার skitto সিমের সকল সমস্যার সমাধান পাবে এখানে! তাই ঝটপট "skitto users group" গ্রুপে জয়েন করে সমস্যার কথা জানিয়ে ফেলো!