welcome to skitto forum
a place for all things skitto

Need help?

Md. Jawata Afnanby: Md. Jawata Afnan
April 21, 2022 7:13AM
Member

স্কিটো কি একটা ড্রাগন নাকি ঘুড়ি নাকি অন্য কিছু? আসলে স্কিটো হচ্ছে একটা সিম যা গ্রামীণফোনের একটা স্পেশাল প্যাকেজ। এই সিম তোমার ফোনে ঢুকানোর সাথে সাথেই তোমার লাইফ পুরো পালটে যাবে। এর 4G নেটওয়ার্ক স্পিড এবং ইন্টারনেট স্পিড তোমার লাইফ চেঞ্জ করে দেবে। সিম সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দিলাম। তোমরা দেখে নাও যাতে তোমাদের যেন কোনো রকমের অসুবিধা না হয়। Chill deals কেনার নিয়ম: Chill deals থেকে তুমি নিতে পারবে discounted promo deals! And the best part? chill deals কিনতে account-এ balance থাকা লাগে না! Straight bKash/nagad/rocket/bank card দিয়ে কিনে ফেলতে হয়! chill deals কিভাবে কিনবো? এইটা নিয়ে অনেকের মাঝেই একটা confusion আছে। Worry not! তোমাদের chill deals কেনার নিয়ম বলে দিচ্ছি - skitto app-এর chill deals option-এ যাও - পছন্দের deal-এ buy now button tap করো - bKash/nagad/rocket/bank cards এর option choose করো - verification করে নিয়ে নাও deal! Oh and plus point, chill deal-এর সাথেও তুমি পেয়ে যাবে skitpoints! skitpoints কি জিনিস: তোমরা যেমন বিকাশ থেকে কোনো কিছু পে করলে বা টাকা ভরলে তোমরা তো পয়েন্টস পেয়েই থাকো। skitpoints ঠিক এই রকমই। তোমরা যদি অনলাইনে টাকা রিলোড করো তখনই পাবা skitpoints Biskut: বিস্কুট হলো র‍্যাংক। মানে যখন তুমি বিস্কুট পাও তখন তোমার র‍্যাংক নির্বাচিত হয়। তুমি যদি টোপ 3 এর মধ্যে থাকো তাহলে তুমি বেস্ট অফার পাবা। Biskut পায় কিভাবে: তুমি যদি পোস্ট করো তাহলে তুমি কিছু বিস্কুট পাবে। এমনকি তোমার পোস্টে আপভোট হলে তুমি বিস্কুট পাবে। Skitto নেটওয়ার্ক প্রবলেম: অনেকেই বলে যে স্কিটোতে নেটওয়ার্ক স্পিড কম। কিন্তু এর সমাধান আছে। Skitto সিম থেকে ইন্টারনেট সেবা পেতে -আপনার skitto সিমটি আপনার ফোনের সিম স্লট-১ বা 4G স্লট এ রেখে, ফোনের সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে 'skittonet' লিখে সেভ করে ফোনটি অন /অফ করে দেখতে পারেন। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সুবিধা ও অসুবিধা সমূহ: স্কিটো সুবিধা হলো: (১) স্কিটো হলো এমন সিম যার সকল অফারের দাম খুব কম। (২) স্কিটো সিমের নেটওয়ার্ক স্পিড খুব বেশি (অঞ্চল ভিত্তিক)। (৩) গ্রামেও স্কিটো সিম 4G স্পিডে নেটওয়ার্ক পায়। (৪) যদি তুমি VoLTE মোড অন কর তাহলে তুমি অনেক সুবিধা পাবে। (৫) ফাস্ট ইন্টারনেট স্পিড। স্কিটোর অসুবিধা হলো: (১) স্কিটো সিমে যদি একবার নেট শেষ হয়ে যায় তাহলে তুমি আর নেট কিনতে পারবা না। কারণ স্কিটো সিমে কোনো অফার মেসেজে আসে না। এটাই সবচেয়ে খারাপ দিক। (২) এই সিম গ্রামীণফোনের একটি উপশাখা হওয়া সত্ত্বেও তুমি গ্রামীণফোন থেকে কোনো রকম হেল্প পাবা না। (৩) তোমার ফোনের র‍্যাম যদি -3 জিবি হয় তাহলে তোমার ফোন বার বার হ্যাং করবে। কিছু বিশেষ কোড: টাকা দেখার কোড:*121*1*1# মিনিট দেখার কোড: *121*1*2# এমবি দেখার কোড: *121*1*3# এস এম এস দেখার কোড : *121*1*4# নিজ ফোন নাম্বার দেখার কোড: *2# GPay দেখার কোড: *777# আশা করছি তোমরা অনেক কিছু পারলে। পোস্টটি ভালো লাগলে একটা আপভোট দিয়ে দাও।আপনি যে বিস্কুট জমান না সেই বিস্কুট ১ মাস পর রিফ্রেশ হয়ে যাবে।
  • nasrin22by: nasrin22
    January 15, 2023 7:35AM
    Member

    Thanks for your information