welcome to skitto forum
a place for all things skitto

bkesh থেকে Reload করার নিয়ম

ইয়াসিন কাজীby: ইয়াসিন কাজী
December 24, 2020 2:41AM
Member

বিকাশ থেকে স্কিটো লোড করাও একটা ঝামেলার বিষয়। রিচার্জ অপশন থেকে স্কিটো লোড করতে পারবেন না। পেমেন্ট অপশন থেকে লোড করতে হবে। বিকাশের *২৪৭# ডায়েল করুন। ৩ নম্বরে পেমেন্ট অপশনে যান। সেখানে স্কিটো মার্চেন্ট নম্বর (০১৭১২৩৪৫৩৫৬) দিন। রিচার্জ এমাউন্ট দিন। এরপর কাউন্টার নম্বর ও রেফারেন্স নম্বর ১ দিন। আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন। Transaction ID টি সংরক্ষণ করুন। এবার আপনার স্কিটো এপে লগিন করুন। এরপর Reload অপশনে ক্লিক করুন।

recharge এরপর আপনার স্কিটো নম্বর ও রিচার্জের এমাউন্ট দিন। অবশ্যই যেই এমাউন্ট বিকাশে দিয়েছিলেন সেই এমাউন্টই দিতে হবে।

রিচার্জ এমাউন্ট বিকাশ এরপর pay online অপশন সিলেক্ট করুন।

online এরপর বিকাশ সিলেক্ট করুন।

বিকাশ পেমেন্ট দেওয়ার সময় যে Transaction ID পেয়েছিলেন খালি বক্সে ঐ ট্রানজেকশন আইডি দিয়ে সাবমিট দিলেই রিচার্জ হয়ে যাবে।