বিকাশ থেকে স্কিটো লোড করাও একটা ঝামেলার বিষয়। রিচার্জ অপশন থেকে স্কিটো লোড করতে পারবেন না। পেমেন্ট অপশন থেকে লোড করতে হবে। বিকাশের *২৪৭# ডায়েল করুন। ৩ নম্বরে পেমেন্ট অপশনে যান। সেখানে স্কিটো মার্চেন্ট নম্বর (০১৭১২৩৪৫৩৫৬) দিন। রিচার্জ এমাউন্ট দিন। এরপর কাউন্টার নম্বর ও রেফারেন্স নম্বর ১ দিন। আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন। Transaction ID টি সংরক্ষণ করুন। এবার আপনার স্কিটো এপে লগিন করুন। এরপর Reload অপশনে ক্লিক করুন।