যেকোন স্কিটো সিম থেকে কল ১২১ নম্বরে কল করে গ্রাহক সেবা পাওয়া যাবে। আর অন্য অপারেটর থেকে 01701000121 নম্বরে কল করে সেবা নেওয়া যাবে। স্কিটো এপে লাইভ চ্যাট অপশন থাকলে আমি সেটা থেকে তাদের সাড়া পায়নি। ১০-১৫ মিনিট আমি অপেক্ষ করেছি। তারপরও তাদের রিপ্লাই পাইনি। তাই লাইভ চ্যাট অপশন থেকে হয়তো সেবা পাবেন না। আমি এই বিষয় নিয়ে অভিযোগ করেছিলাম। তারা বলেছে এই বিষয়টি দেখা হবে।
June 19, 2024 1:51PM
Member
Tnx