welcome to skitto forum
a place for all things skitto

সেভ প‌্যা‌লেস্টাইন

ktrjspby: ktrjsp
May 21, 2021 12:03AM
Member

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। 
তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রূপকার। 
------------------------------------------------
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি ব্রাজিলে পালিয়ে যান এবং ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করেন।

 কিন্তু শেষ রক্ষা হয়নি,
অনেক বছর পর তিনি ধরা পড়েন ইহুদীদের হাতে। ইহুদীরা তার প্রতি খুব রেগে ছিল।তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করল ।

 মৃত্যুর পুর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পুর্বে ইহুদী ধর্ম গ্রহন করার কথা বলেন। 

তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। বলল, বাছাধন, তুমি মনে করেছ, ইহুদী ধর্ম গ্রহন করলেই ইহুদীরা তোমায় মাফ করে দেবে! তা হবে না। মরতে তোমায় হবেই।

 কয়েকজন কৌতুহলী জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো? 

বলো তো? 
আইখম্যান নির্বিকার চিত্তে বললো, " তোমরা যে আমায় ছাড়বে না, এটা আমি নিশ্চিত। তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই, আরেকটা ইহুদী মারা গেল।"

ইহুদীদের প্রতি কতটুকু ঘৃনা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদীর মৃত্যু দেখতে চায়!!!
চিন্তা করুন???? (Collected)

♦️?♦️মহানবী (সা.) বলেন♦️?♦️
‘তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ইমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।’ (বুখারি, হাদিস : ১৯৪)

আমরা কিছু করতে না পারলেও  তো হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ টুকু করতে পারি....... আজকে সারা দিনে আমরা ১০ হাজার হ্যাশট্যাগ ব্যবহার করবো

#savepalestine
#savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism
#AlAqsaUnderAttack
#WestandwithPalestine
#PalestineWillBeFree
#FreePalestine
#La_ilaha_illallahu_muhammadur_rasulullah
#We_are_follower_of_Our_Prophet_Hazrat_Muhammad_Sallallahu_Alaihi_Wasallam
Bangladesh ?? stand with Palestine ??
#savepalestine