সময়টা ভাঙনের। প্রবল অন্ধত্ব আর স্বার্থবুদ্ধিতে মানুষ এখন ভেঙে চলেছে সবকিছু। প্রেম, করুণা, সমমর্মিতা, পারস্পরিক, শ্রদ্ধাবোধ, সাক্রিফাইসের মানসিকতা। শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা
হ্যাঁ শিক্ষাই পারে সব অন্ধত্ব দূর করতে। আসুন সকলে মিলে সবার জন্যে শিক্ষা নিশ্চিত করি কাধে কাধ মিলে। প্রতিদিনের বাধ্যতামূলক খাবারের মতো। শিশু, কিশোর, যুবক, মাঝ বয়সী, কি বৃদ্ধ সবারি প্রতিদিন একটু হইলেও শিক্ষা নিশ্চিত করি।