MD. Nazmul Akon said: চলো সত্য বলি সত্য শিখিস্বপ্ন গড়ি উদ্দীপনায়।চলো যত্ন করে পদ্য লিখিনব ভুবঃ সম্ভাবনায়।সবাই মিলে জয় ছিনিয়েআনবো আপন আনলে।দেখবে সবে অবাক হয়েনব শক্তির দাবানলে।আমায় দেখে ভয়ে কাতরসদা মিথ্যুকের হৃদয়।উদ্ভাবিত জ্ঞানের আসরদুঃখী মানুষের সদয়।আমি সদা সত্যের সৈনিকমিথ্যার বিনাশে সোচ্চার।পাপিষ্ঠ লোক খোজা বৈনিকনির্মুলে সকল উচ্চার।আকাশ ফুরে উপরে উঠিখুজে দেখি হাজার তারা।কিসের আলো বাঁধলো জুটিমিটমিট করছে সারা।গভির বনে ঘুরব একাসঙ্গী বিহিন নেই ভয়।খুজব সকল নৃ জীবনকোথায় কে কিভাবে রয়।হাওয়ার তেজে ঘুরে আমিবিশ্বটাকে মুঠোয় পুরে।যেথায় ইচ্ছে থমকে নামিইচ্ছে স্বাধীন গদ্য সুরে।জলের তলায় খুজে দেখিকোথায় কত আছে প্রান।যত্ন করে তাদেরও রাখিএক সুরেই ধরব তান।সবাই মিলে জয় ছিনিয়েবিশ্ব নেব হৃদয় পুরে।একই সাথে থাকব সবেসুখী নীর ভুবন জুড়ে।চলো সত্য বলি সত্য শিখিজীবনে গড়ি স্বপ্নিল গাঁ।সব মানুষ সমান দেখিতবেই হবে ভব শিক্ষা।
You have already used half of your upvotes for today!
You can give 50 upvotes within 24 hours!
Looks like you have used up all your upvotes for today!
বড়ই সুন্দর