জানি এই চিন্তা, এই কথা গুলো কোনো সায়েন্টিফিক কিংবা কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই। তবুও মাঝে মাঝে এমন চিন্তা আসে।
এইত কয়েক মাস আগে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বন পুড়লো, তারপর অস্ট্রেলিয়ার বন প্রায় অর্ধেক পুড়লো, প্রাণী গুলো অসহায় হয়ে ছিলো। ওদের আশ্রয় চোখের সামনে শেষ হলো। তখন বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান কেউ কিছু বললো না, কিছু করলো না।
অথচ এখন প্রকৃতি থেকে এমন রোগ এলো, করোনা ভাইরাস। যেটা নিউমোনিয়ার মতো, মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। ফুসফুসে শ্বাস যায় না।
প্রকৃতির ফুসফুস নিয়ে আমরা কিছু করলাম না, প্রকৃতি ও আমাদের ফুসফুসের জন্য কিছু করছে না।
কি অদ্ভুত তাই না?
Member
Nice Post.