ধুলো! মিফতাব আবির।
সেই কবেকার আহ্লাদে ধুলো জমেছে,
ইচ্ছেদের বেচাকেনা নিষিদ্ধ হয়েছে,
তবুও জরাজীর্ণ দেহে প্রাণ নিয়ে ঘুরছি,
আজও কারো আহ্লাদী আবদার খুঁজছি।
সেই কবেকার স্বপ্নগুলোয় ধুলো জমেছে,
আশাহতের খবরাখবর নিষিদ্ধ হয়েছে,
তবুও ক্লান্ত দুচোখ ভরে ঘুম নিয়ে ঘুরছি,
আজও কারো স্বপ্ন বোনার অপেক্ষা করছি।
সেই কবেকার ভালবাসায় ধুলো জমেছে,
বিশ্বাসের লেনদেন গুলো নিষিদ্ধ হয়েছে,
তবুও একটা সতেজ হৃদয় নিয়ে ঘুরছি,
আজও কাউকে ভালবাসার চেষ্টা করছি।