হলুদ শহর!
মিফতাব আবির।
তোমাদের হলুদ শহর আছে দাঁড়িয়ে লাল নীল বাতি জ্বেলে,
রাস্তার মোড়ে প্রিয়তমার হাসি মাখা সাইনবোর্ড ঝোলে,
সেখানে তার ইচ্ছের গাঢ় বেগুনি রঙে হারিয়ে গেছে নীল,
শূন্য আকাশটা বুঝে গেছে প্রেমিকের সাথে তার কত মিল।
তোমাদের হলুদ শহরে সব ইচ্ছেরা পড়ে আছে বন্দি ঘরে,
সেখানে স্লোগান আর মিছিল ইচ্ছেদের মুক্তি দাবি করে,
এই শহরে সাজানো বিজ্ঞাপনের অংশীদার তোমরা সবাই,
আমি রোজ নিয়ম করে এক বুক সাদাকালো ইচ্ছে জমাই।
তোমাদের হলুদ শহর দাঁড়িয়ে আছে নীল আকাশের নিচে,
মাথা চারা দেয়া প্রেমিকের ভালবাসা পিষে গেছে রাস্তার পিচে,
হাজার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে প্রিয়তমার ঠিকানায়,
আমার ভালবাসা আটকে আছে ওই নীল আকাশের সীমানায়।
Member
Bah! Sundor.
Member
ধন্যবাদ ???