by: Dew
July 7, 2020 2:30PM
Member
আমি স্কিটো সিম কিনেছিলাম কারণ এখানে আমি তুলনামূলক কম মূল্যে ইন্টারনেট ডাটা কিনতে পারতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন আর তা করা সম্ভব হচ্ছে না।
স্কিটোর ইন্টারনেট ডাটা প্যাক গুলা আর সাচ্রয়ী মূল্যে পাওয়া যায় না। প্রমাণ? আসুন দেখা যাক:
করোনা র ভয়ে দেশ লকডাউনে, অনেকের মতই আমিও বাড়িতে আটকা পড়ে আছি, আর অনলাইন এ কিছু কাজ করে টাকা উপার্জন করার চেষ্টা করছি। কিন্তু, স্কিটো তে নেট প্যাকেজ গুলা আমার চাহিদা আর সামর্থ্য কোনটার মধ্যেই পড়ছে না। তাদের কোনো প্যাকেজ ই আগের মত নেই, দাম অনেক বেড়ে গেছে।
নিরুপায় হয়ে আমি অন্য অপারটরদের প্যাকেজ চেক করতে শুরু করলাম। কিছুদিন পরে একজনের কাছে জানতে পারলাম যে Airtel এ অনেক ভালো ইন্টারনেট অফার দিচ্ছে। তাই চেক করলাম,
1. 25 GB at 329 tk(30tk cashback) for 30 days
2. 40 GB at 429 tk(36tk cashback) for 30 days
প্যাকেজ গুলা দেখে আমার মাথায় হাত। এতদিন কি ব্যাবহার করছিলাম আমি?
মূর্খের মত টাকা খরচ করেছি!
চেক করার জন্য একটা প্যাকেজ কিনলাম, পার্থক্য বিশাল!
আগে যখন স্কিটোর নেট ব্যবহার করেছি তখন মনে হইতো ফুটা বালতির মত নেট ডাটা শেষ হয়ে যাচ্ছে।
কিন্তু Airtel এ ওই একই রকম ব্যাবহার এ ডাটা অনেক কম কাটছে মনে হয়েছে।
স্কিটো সিম এখনো ফোনে আছে, মাঝেমধ্যেই নেট প্যাকেজ গুলা চেক করি, দেখি যে তাদের লোভ একটু কমেছে কিনা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তারা নেট প্যাকেজ গুলার দাম বৃদ্ধি করেই চলেছে।
আশা করি দেশের মানুষের এই দুর্দিনে তাদের মনুষ্যত্ব জেগে উঠবে কোনো একদিন।
Member
আসলে আমিও লক্ষ্য করছি যে স্কিটো তে খুবই তাড়াতাড়ি ইন্টারনেট শেষ হয়ে যায়।
Member
আমি শেষ হয়ে গেছি ,,