নতুন স্কিটো সীম কেনা হলো ২২০ টাকা দিয়ে। সীম বিক্রেতা আমাকে বললো সীম কনার সাথে সাথে ৫ জিবি বোনাস এবং এক মাস পর ২০ জিবি বোনাস পাবো। যাই হোক ৫ জিবির স্বার্থে সীম কিনলাম। কিনে দেখি ৩ জিবি পেয়েছি। ২ জিবি নাকি সীম এক্টিভেশনের নেটওয়ার্ক এর ত্রুটির কারনে আসেনি (মানে ৯/৬ বোঝানো আরকি)।
অবশেষে ১ মাস অতিবাহিত হলো আর আজ আমি ভাবছি আর ২০GB?
Member
হয়তো বাহির থেকে কিনে প্রতারিত হয়েছেন।ভাই আপনার বিষয়টি সত্যিই দুঃখজনক ! নতুন সিম এ ৩ জিবি ডাটা বোনাস দেয়া হয় ৭ দিনের জন্য।
Member
ভাই আমি তো Skitto সিম নতুন কিনে ছিলাম তাও কেন পায়নি? আমার সিমটা প্রায় ৫/৬মাস আগে কিনে ছিলাম ৩০০ টাকা দিয়ে দোকান থেকে নিয়ে ছিলাম সিম এ্যকটিভ করে দেখি শুধু ১০ টাকা রয়েছে এখন কি ফ্রি এমবি গুলা পাওয়াা যাবে?
Member
ভাই, সিম কিনার সাথে সাথেই skitto app ডাউনলোড করে প্রোফাইল সেভ করলে বোনাস পেতেন।