আসসালামুআলইকুম! আশা করি সবাই সুস্থ আছেন। আমি এক বছর যাবত এই সিমটি ব্যবহার করছি । কিন্তু একমাস যাবত অনলাইন গেমিং এ প্রচুর সমস্যা দেখা দিচ্ছে এবং বেশিরভাগ সময় ডিসকানেক্ট হচ্ছে। কোন সমাধান থাকলে অনুগ্রহ করে জানাবেন।
Sohail Gazi said:
আসসালামুআলইকুম! আশা করি সবাই সুস্থ আছেন। আমি এক বছর যাবত এই সিমটি ব্যবহার করছি । কিন্তু একমাস যাবত অনলাইন গেমিং এ প্রচুর সমস্যা দেখা দিচ্ছে এবং বেশিরভাগ সময় ডিসকানেক্ট হচ্ছে। কোন সমাধান থাকলে অনুগ্রহ করে জানাবেন।
Skitto Pro
internet settings এর Apn টি delete করে আবার নতুন করে Apn add করুন । দেখেন ঠিক হয় কিনা । ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ✌
Member
আশা করি,আপনার এই বিষয়টি skitto লক্ষ্য রাখবে।
Member
ধন্যবাদ দেলোয়ার হোসেন ভাইকে।
আমি পরিবর্তন করেছি কিন্তু এখনো একই ধরনের সমস্যায় ভুগছি।