welcome to skitto forum
a place for all things skitto

এমবি আছে কিন্তু Details এ ক্লিক করলে দেখায় না।

up vote 0
belal.by: belal.
November 12, 2019 1:57PM
Member

আমার ফোনে যথেষ্ট এমবি রয়েছে, সেটা আমি দেখতেও পারতেছি। কিন্তু আমি যখন Details/কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে সেটা দেখার চেষ্টা করি। পেইজ টা ফাকা দেখায়। এটার সমাধান কি? আমি আগে *১২১# ডায়াল করে এমবি দেখতে পারতাম এখন তা আর পারি না কেন জানতে চাই।   
  • Tamanna Akterby: Tamanna Akter

    Member

    belal. said:
    আমার ফোনে যথেষ্ট এমবি রয়েছে, সেটা আমি দেখতেও পারতেছি। কিন্তু আমি যখন Details/কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে সেটা দেখার চেষ্টা করি। পেইজ টা ফাকা দেখায়। এটার সমাধান কি? আমি আগে *১২১# ডায়াল করে এমবি দেখতে পারতাম এখন তা আর পারি না কেন জানতে চাই।   
    same problm

    up vote 0
  • Dshovonby: Dshovon

    Member

    ভাই, ব্যালেন্স এক্সপায়ার হইলে এই সমস্যাটা হয়!  আমি ফেইস করছি। নেটওয়ার্ক ইস্যু ও হইতে পারে।  আপনি যেটা করতে পারেন, তা হইলো,  skitto অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন,  তারপর লগ ইন করেন!  কাজ হয়ে যাবে ইন শা আল্লাহ
    up vote 0