আমার ফোনে যথেষ্ট এমবি রয়েছে, সেটা আমি দেখতেও পারতেছি। কিন্তু আমি যখন Details/কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে সেটা দেখার চেষ্টা করি। পেইজ টা ফাকা দেখায়। এটার সমাধান কি? আমি আগে *১২১# ডায়াল করে এমবি দেখতে পারতাম এখন তা আর পারি না কেন জানতে চাই।
আমার ফোনে যথেষ্ট এমবি রয়েছে, সেটা আমি দেখতেও পারতেছি। কিন্তু আমি যখন Details/কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে সেটা দেখার চেষ্টা করি। পেইজ টা ফাকা দেখায়। এটার সমাধান কি? আমি আগে *১২১# ডায়াল করে এমবি দেখতে পারতাম এখন তা আর পারি না কেন জানতে চাই।
ভাই, ব্যালেন্স এক্সপায়ার হইলে এই সমস্যাটা হয়! আমি ফেইস করছি। নেটওয়ার্ক ইস্যু ও হইতে পারে। আপনি যেটা করতে পারেন, তা হইলো, skitto অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, তারপর লগ ইন করেন! কাজ হয়ে যাবে ইন শা আল্লাহ
Member
same problm
Member
ভাই, ব্যালেন্স এক্সপায়ার হইলে এই সমস্যাটা হয়! আমি ফেইস করছি। নেটওয়ার্ক ইস্যু ও হইতে পারে। আপনি যেটা করতে পারেন, তা হইলো, skitto অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, তারপর লগ ইন করেন! কাজ হয়ে যাবে ইন শা আল্লাহ