welcome to skitto forum
a place for all things skitto

Skitto Network System-এতো বাঝে কেন?

up vote 0
Luminous Broby: Luminous Bro
November 12, 2019 12:47PM
Member

গত কয়েকদিন আগে, "আমি ২৫ জিবির প্যাক অনলাইন  গেমস খেলার জন্য কিনেছিলাম কিন্তু নেটওয়ার্কের এমন বেহাল বিদঘুটে অবস্থার ফলে খেলা দূরে থাক,ঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না !"     
  • Kabirby: Kabir

    Member

    আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে ,ফোন এর সেটিং থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিং করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
    up vote 0
  • Kabirby: Kabir

    Member

    Screen-এর মাথার উপর 4G ঠিকই আছে কিন্তু কোনো স্পিড নেই  । এই একই কথা গ্রামীণফোন কাস্টমার কেয়ারে হাজারবার বলছি,তারা আপনার মতো একই কথা বলে-যেটা আমি অনেক আগেই করেছি ! 
    হুম 
    up vote 0
  • Dshovonby: Dshovon

    Member

    ভাই আইজ পর্যন্ত এইটার সল্যুশন খুইজা পাই নাই!  ১ মাসের প্যাক গুলাতে প্রতি মাসেই ২-৩ দিন টানা এই ঝামেলা হয়!  আমরা পুরা সার্কেল স্কিটো ইউজার,  প্রতি সপ্তাহেই কারো না কারো এই ঝামেলা থাকেই!!   সবাই চিল কইরা হাইস্পিড নেট ইউজ করতাছে,  আর অভাগা একজন ঠেইলা 2G স্পিড পায়,  কিন্তু দেখায় 4G! 
    up vote 0
  • Saudby: Saud

    Member

    হ্যাঁ, ভাই ; একদম মনের কথা  বলেছেন√
    সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে ,ফোন এর সেটিং থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিং করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
    up vote 0
  • Sihab7708by: Sihab7708

    Member

    আপনার মোবাইলটি পরিবর্তন কিংবা মেরামত করে দেখুন
    up vote 0