welcome to skitto forum
a place for all things skitto

Apn Setting করলে নেট speed বাড়বে কথাটা কতোটা সত্য,,,?

up vote 0
😷MOMINUL ISLAM CSEby: 😷MOMINUL ISLAM CSE
May 24, 2020 10:50AM
Member

কিছু কিছু সটকা মটকা নেট ইউজার কারি আছে ইন্টারনেটের N জানেনা তারা দেয় ইন্টারনেটের slow সমাধান হাউ ফানি. নেট slow এর কথা বলেই Apn setting করেন। আরে পাগল technical বিষয়ে ধারণা না থাকলে যা হয়। থাক কারো নাম বলাম না।
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member

    phone storage khali rakhen
    up vote
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member

    মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤


    : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
    up vote