welcome to skitto forum
a place for all things skitto

স্কিটো সিম সংক্রান্ত

up vote 0
Mokhtarul Islamby: Mokhtarul Islam
May 22, 2020 2:33PM
Member

স্কিটো সিম এ নেট এতো স্লো কেন?
  • TASKIN KHANby: TASKIN KHAN

    Member

    Mokhtarul Islam said: স্কিটো সিম এ নেট এতো স্লো কেন?
    আপনার সমস্যার জন্য অসংখ্য দুঃখিত স্কিটো ফ্যামিলি
    up vote 0
  • eimonemonby: eimonemon

    Member

    Mokhtarul Islam said: স্কিটো সিম এ নেট এতো স্লো কেন?
    আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
    up vote 0
  • SFQby: SFQ

    Member

    eimonemon said: আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
    এভাবে ট্রাই করেন 
    up vote 0
  • 😷MOMINUL ISLAM CSEby: 😷MOMINUL ISLAM CSE

    Member

    Mokhtarul Islam said: স্কিটো সিম এ নেট এতো স্লো কেন?
    ইন্টারনেট স্লো হওয়ার কারণ সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম।করোনার কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 25 থেকে 30 শতাংশ বেড়ে যাওয়ায়। নেট স্লো প্রবলেম সবাই ফেস করতেছি। অর্থাৎ যাদের গ্রাহক বেশি তাদের প্রবলেম বেশি। আর বিটিআরসি বলতেছে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য  মানসম্মত ক্যাপাচিটি নেই কনো company এর  গ্রাহককে সেবা দেওয়ার জন্য। একটা সাধারণ উদাহরণ দেই ঃ ব্রডব্যান্ড কানেকশন যদি আমরা 1mbps নেই। এবং ব্যবহারকারী দুই জন হয় সে ক্ষেত্রে খুব ভালো ইউজ করতে পারি। আর  ব্যবহারকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে  ইন্টারনেট Slow প্রবলেম ফেস করি। ঠিক একইভাবে মোবাইল কোম্পানিদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই প্রবলেম গুলো আমরা ফেস করতেছি। অর্থাৎ যাদের যে ক্যাপাচিটি আছে তার চেয়ে ইউজার কারি বেশি হওয়ার কারণে নেট স্লো প্রবলেম দেখা দিয়েছে। 
    apn setting kore kono lav nai
    up vote 0
  • maniqul islamby: maniqul islam

    Member

    Vai Ami Facebook log in kore skitto use kori.ki kore ata change kore ager Moto skitto app use Korte parbo
    up vote 0