ইন্টারনেট স্লো হওয়ার কারণ সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম।করোনার কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 25 থেকে 30 শতাংশ বেড়ে যাওয়ায়। নেট স্লো প্রবলেম সবাই ফেস করতেছি। অর্থাৎ যাদের গ্রাহক বেশি তাদের প্রবলেম বেশি। আর বিটিআরসি বলতেছে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য মানসম্মত ক্যাপাচিটি নেই কনো company এর গ্রাহককে সেবা দেওয়ার জন্য। একটা সাধারণ উদাহরণ দেই ঃ ব্রডব্যান্ড কানেকশন যদি আমরা 1mbps নেই। এবং ব্যবহারকারী দুই জন হয় সে ক্ষেত্রে খুব ভালো ইউজ করতে পারি। আর ব্যবহারকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে ইন্টারনেট Slow প্রবলেম ফেস করি। ঠিক একইভাবে মোবাইল কোম্পানিদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই প্রবলেম গুলো আমরা ফেস করতেছি। অর্থাৎ যাদের যে ক্যাপাচিটি আছে তার চেয়ে ইউজার কারি বেশি হওয়ার কারণে নেট স্লো প্রবলেম দেখা দিয়েছে।
Member
ইদ এর আগে দিবে ত ??
Member
সবাই অপেক্ষায় আছে। কিতা দিবো কেউ জানে না।
Member
সেটাই প্রশ্ন।?
Member
আশা করি, skitto এই বিষয়টি লক্ষ্য রাখবে।
Member