নতুন ইন্টারনেট ওফার প্যাক যা দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে দিন দিন দাম বেড়েই চলছে। অন্য অপারেটর গুলা যখন দাম কমাচ্ছে তখন আপনারা বাড়ায়ে চলছেন কাহিনি কি? আগে তো অল্প টাকায় ইন্টানেট দিতে পারলে এখন কি সমস্য? ও মার্কেট পেয়ে গেছেন নাকি? সামনের আপডেটে ইন্টারনেট প্যাকের দাম না কমলে আমারা ২০০ জন বন্ধু এক সাথে ২০০ টা সিম বন্ধ করে দিব। তার ১৫ দিনের মাঝে দেখবেন আরো ৪০০ জন বন্ধ করে দিবে। তারপরের ১৫ দিন পরে ৮০০ জন এই ভাবে বাড়তে থাকবে পরে এক সময় দেখবেন পুরা পাবনাতে ২-৩ ছাড়া কেউ সিম ব্যাবহার করছে না। দাত থাকতে দাতের মর্ম বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ
Member
আশা করি, skitto এই বিষয়টি বিবেচনায় রাখবে।
Member
Right