welcome to skitto forum
a place for all things skitto

দালাল হতে ১০০ হাত দূরে থাকুন।নিরাপদ থাকুন।

up vote 0
ashiq..by: ashiq..
May 18, 2020 10:15PM
Member

এখানে ৪ জন স্কিটোর দালাল আছে।তাদের ভেতর একজন মেয়ে sadiya...নেটওয়ার্ক এর সমস্যা নিয়ে পোস্ট করলেই এরা apn চেন্জ করে sim slot 1এ লাগিয়ে ফোন ১০০ বার রিস্টার্ট দিতে বলে।এতে কোন বালও হয়না।এইগুলো করে নেটওয়ার্ক পেলে তাহলে আর টাওয়ার লাগতোনা।sim slot 1/2 কোন পার্থক্য নেই।দুটোই ৪জি সাপোর্টেড আর এখনকার ফোনগুলো ডুয়েল ৪জি সাপোর্ট।দুটো স্লটই সমান ক্ষমতার অধিকারী।
  • Md_Shajib_Shikderby: Md_Shajib_Shikder

    Member

    নেটওয়ার্ক এর কথাটা ১০০% সত্যি। তবে দালালদের বিষয়টি আমার জানা নাই ।      
    up vote 0
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member




    মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤


    বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
    up vote