Kayes Rana said:
Net problem,net kaj e kore na , Diner belay to kno kothai nai
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
Member
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤
বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।