welcome to skitto forum
a place for all things skitto

নেটওয়ার্ক সমস্যা

up vote 0
Shawon akborby: Shawon akbor
May 16, 2020 4:26PM
Member

খাগড়াছড়ি সদরে গত এক সপ্তাহ জুড়ি ইন্টারনেট স্পিড খুবই স্লো। যা অনেক বিরক্তিকর।  4G  দেখায় কিন্তু গতি কম। দয়া করে তাড়াতাড়ি সমাধান করেন।  
Location: Khagrachori Cantonment   
  • SFQby: SFQ

    Member


    # Copy Pasteskitto said:

    আমাদের কিছু কাস্টমার যারা ইন্টারনেট ব্যবহার করার সময় প্রবলেম ফেস করছিলেন তারা জেনে খুশি হবেন যে সমস্যাটি এখন আর নেই| আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত| আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ|

    এখনো কেউ এই প্রবলেম ফেস করলে অনুগ্রহ করে একবার হ্যান্ডসেটটি রিস্টার্ট করে নিন|

    বেস্ট 4G ইন্টারনেট স্পিড পেতে আপনার skitto সিমটি আপনার স্মার্টফোনের SIM Slot-1 অথবা 4G slot-এ ব্যবহার করুন! আর APN e skittonet সেট করুন

     Thanks

    up vote 0
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member




    মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤


    বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
    up vote