by: Mehedi*
May 11, 2020 11:09AM
Member
কোথায় সলিউশন? অন্তত এটা বলুন যে প্রবলেম এর সলিউশন হবে কিনা? পাবজি সার্ভারে এতো কিসের প্রবলেম? সব সময় "connection lost to the server" আসে। এর মানে আপনাদের কানেকশন ফ্লাকচুয়েড করছে। দেখুন, মানুষের মেজাজ এমনিতেই খারাপ হয় না। অন্তত উত্তরটা আপনাদের দেয়া উচিত। আমি গালি দিয়ে কেন খারাপ হবো? বালের সলিউশন হুব খুইলা রাখছেন, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। :)
Member
?
Member
মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤
বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
Member
?