welcome to skitto forum
a place for all things skitto

Network condition very bad.

up vote 0
Mahfuj30by: Mahfuj30
October 29, 2019 5:30PM
Member

গ্রামিনফোন দাবি করে তাদের নেটওয়ার্ক দেশের ১ নাম্বার এবং শক্তিশালি, কিন্তু কথার সাথের কাজের কোন মিল পাইনা নেটওয়ার্ক এর অবস্থা এতটাই খারাপ যে ইন্টারনেট চালানতো দূরের কথা ফোনে কথা বলতে গেলেও ঠিক ভাবে কথা বলতে পারিনা, কিন্তু কিছু কিছু এলাকায় ভাল নেটওয়ার্ক পাই আবার কিছু এলাকায় খুবই খারাপ অবস্থা মাঝে মাঝে এতটাই বিরক্ত হই মনে হয় মোবাইল থেকে সিমটি বের করে ভেংগে ফেলি।
এই নেটওয়ার্ক সম্যস্যার সমাধান আশা করছি খুব দ্রুত, যাতে আমি সহ এলাকাবাসী সকলে খুব উপক্রিত হয়।
আমি থাকি পোর্ট কলনী বন্দর এলাকায়, চট্টগ্রাম।
  • Kabirby: Kabir

    Member

    আপনি skitto সিম থেকে 121 এ ডায়াল করুন অথবা 01701000121 এই নম্বরটি তে কল করতে পারেন যেকোনো সিম অপারেটর থেকে।
    up vote 0
  • Pinkiby: Pinki

    Member

    ভাই, এটা সামুয়িক সমস্যা হতে পারে। আপনি একবার handset টি পরিবর্তন করে দেখতে পারেন। তারপরও same problem face করলে skitto helpline - এ কথা বলে দেখতে পারেন । 
    up vote 0