welcome to skitto forum
a place for all things skitto

Need Solution

up vote 0
Koushik Arnabby: Koushik Arnab
May 8, 2020 8:56AM
Member

আজ সকাল থেকে এমবি থাকার পরও নেট কাজ করছে নাহ।skitto-internet, skittonet, Gp-Internet কোনো apn দিয়েই কাজ হচ্ছে নাহ...এত টাকা দিয়ে নেট কেনার পরও যদি এমন হয় নেটের অবস্থা তাহলে এই সিম বয়কট করা ছাড়া কোনো উপায় নাই....আমি এখন এয়ারটেলে নেট ভরে পোষ্ট করছি....
  • SayMoby: SayMo

    Member

    Koushik Arnab said: আজ সকাল থেকে এমবি থাকার পরও নেট কাজ করছে নাহ।skitto-internet, skittonet, Gp-Internet কোনো apn দিয়েই কাজ হচ্ছে নাহ...এত টাকা দিয়ে নেট কেনার পরও যদি এমন হয় নেটের অবস্থা তাহলে এই সিম বয়কট করা ছাড়া কোনো উপায় নাই....আমি এখন এয়ারটেলে নেট ভরে পোষ্ট করছি....
    বিষয়টি সত্যি দুঃখজনক । মনে হয় সার্ভার এ সমস্যা ।
    up vote 0
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member




    মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤


    বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
    up vote